ads

আয় রে ছুটে আয় – অন্তরা চৌধুরী ( Aye re chute aye – Tupur Chowdhury )

 


আয় রে ছুটে আয় –  ( Aye re chute aye – tapur tupur Chowdhury )


ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।


ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা  ফ্রক দাওনা পরিয়ে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা  ফ্রক দাওনা পরিয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আজ হাসি-খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে।

ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে।

পুজোর গন্ধ এসেছে।

পুজোর গন্ধ এসেছে।

Post a Comment

0 Comments