একাদশে ভর্তিতে ঢাকার সেরা ২০ কলেজে যত আসন, ঢাকার সেরা ১০ কলেজের তালিকা

 

এক নজরে ঢাকার সেরা ১০টি কলেজের তালিকা

  • নটর ডেম কলেজ সেইন্ট যোসেফ ফায়ার সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ হলিক্রস কলেজ রাজউক উত্তরা মডেল কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজ সেইন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা কলেজ

    নটর ডেম কলেজ
  • সেইন্ট যোসেফ ফায়ার সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ
  • হলিক্রস কলেজ
  • রাজউক উত্তরা মডেল কলেজ
  • রেসিডেন্সিয়াল মডেল কলেজ
  • সেইন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ
  • সরকারি বিজ্ঞান কলেজ
  • ঢাকা কলেজ

সরকারি বিজ্ঞান কলেজ

সরকারি বিজ্ঞান কলেজ ঢাকার সেরা সরকারি কলেজের মধ্যে একটি। এই কলেজে সর্বমোট আসন সংখ্যা ১২৪৫টি। ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৫.০০ থাকতে হবে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ

এই কলেজে শোরুম আসন সংখ্যা ১০১৪ টি। যার মধ্যে দুটি শিফট রয়েছে একটি ডে শিফট এবং অন্যটি মর্নিং শিফট। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য নূন্যতম জিপিএ 4.75 এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫০ লাগবে।

ঢাকা কলেজ

ঢাকা কলেজ রাজধানী ঢাকার সেরা সরকারি কলেজ সমূহের একটি। মোট ১০০ টি আসন বিশিষ্ট এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিও 4.75 এবং মানবিক এ ভর্তির জন্য নূন্যতম জিপিএ ৪.৫০ লাগে।

মোহাম্মদপুর সরকারি কলেজ

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত এই কলেজে সর্বমোট আসন সংখ্যা ৯৮৫টি। ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে ৪.৭৫, মানবিকে ৩.৫০ এবং ব্যবসা শিক্ষায় ৩.৭৫ লাগবে।

ঢাকা সিটি কলেজ

এই কলেজের সর্বমোট আসন সংখ্যা ৩৭৬২টি। এটি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত। ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ রয়েছে। বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ ৫.০০ এবং মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ লাগে।

সেন্ট জোসেফ কলেজ

এ কলেজের সর্বমোট আসন সংখ্যা ৭৬০ টি। এখানে বিজ্ঞান বিভাগের সর্বনিম্ন জিপিএ ৫.০০ একই সাথে মানবিক শাখায় ২.৫ ও ব্যবসা শিক্ষা শাখায় ৩.৫ লাগবে।

বিএএফ শাহীন কলেজ

এটি রাজধানী ঢাকার কুর্মিটোলা তে অবস্থিত যেখানে মোট আসন সংখ্যা ১২২০ টি। এখানে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগের সর্বনিম্ন জিপিএ ৫.০০ ব্যবসায় শিক্ষায় ৪.২৫ এবং মানবীকে 3.25 লাগবে।

নটরডেম কলেজ

বাংলাদেশের রাজধানী ঢাকার সেরা সরকারি কলেজ এর একটি। রাজধানী মতিঝিলে অবস্থিত এই কলেজে শোরুম আসন সংখ্যা ৩ হাজার ২৭০ টি। ভর্তির আবেদন করতে বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ সর্বনিম্ন জিপিএ ৫.০০ লাগবে।

হলি ক্রস গার্লস স্কুল এন্ড কলেজ

এ কলেজে সর্ব মোট ১২৯০ টি সেট রয়েছে। এই কলেজে অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ নেই তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০ ব্যবসা শিক্ষা শাখায় ৪.০০ এবং মানবিক শাখায় ৩.০০ জিপিএ পয়েন্ট লাগবে।

ভিকারুন্নেসার নুন স্কুল এন্ড কলেজ

ভিকারুন্নেছা কলেজ মেয়েদের জন্য ঢাকার সেরা সরকারি কলেজ এর মতই একটি অন্যতম জনপ্রিয় কলেজ। ভিকারুন্নেসা স্কুল এবং কলেজ মিলিয়ে চারটি ক্যাম্পাসে ২৫ হাজারেরও বেশি স্টুডেন্ট রয়েছে। এই কলেজে ভর্তি হওয়ার জন্য নূন্যতম জিপিএ বিজ্ঞান বিভাগের জন্য 5.00 একই ভাবে মানবিক শাখায় ৩.৫ ও ব্যবসা শিক্ষা শাখায় ৪.০০ জিপিএ লাগবে।

ঢাকার সরকারি কলেজের তালিকা ২০২৪

ঢাকার সরকারি কলেজ সমুহ হলঃ সরকারি ধামরাই কলেজ, পদ্মা সরকারি কলেজ, সাভার সরকারি কলেজ, দুয়ারিপারা সরকারি কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ভাসানটেক সরকারি কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকাই কলেজ অন্যতম।


ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আসন আছে ২ হাজার ৩৭৬ টি। মেয়েদের ওই কলেজে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ১ হাজার ৬৬৬টি আর ইংরেজি ভার্সনে ১৬০ টি, ব্যবসায় শিক্ষায় ৩০১টি আর মানবিকে ২৪৯টি আসন রয়েছে। এখানে বিজ্ঞানে ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৪.৫০ আর মানবিকে ৪.০০ পয়েন্ট লাগবে। 

হলিক্রস কলেজ
হলিক্রস কলেজে এবার আসন আছে ১ হাজার ৩৩০ টি। এর মধ্যে বিজ্ঞানে ৭৮০ টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি আর মানবিকে ২৭০টি আসন রয়েছে। এ ক্ষেত্রে এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৪.০০ আর মানবিকে চাওয়া হয়েছে জিপিএ ৩.০০। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.০০ পাওয়া শিক্ষার্থীরা মানবিকে আর বিজ্ঞান থেকে ৪.২৫ পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আবেদন করতে পারবে। 

রাজউক উত্তরা মডেল কলেজ
রাজউক উত্তরা মডেল কলেজে আসনসংখ্যা ১ হাজার ৭০৪ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে মর্নিং শিফটে ৩৩২টি আর ডে শিফটে ৪১৫ টি, ইংরেজি ভার্সনে মর্নিং আর ডে শিফটে আসন আছে ১৭৭টি করে; ব্যবসায় শিক্ষা বাংলা মাধ্যমের মর্নিং শিফটে ২৪১টি আর ডে শিফটে ১৬৪ টি, ইংরেজি ভার্সনের মর্নিং শিফটে ৫৮ টি, মানবিকে মর্নিং আর ডে শিফটে ৭০টি করে আসন রয়েছে। এখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৪.২৫ আর মানবিকে ৪.০০ লাগবে। 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আসন আছে ১ হাজার ১৪ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ডে শিফটে ৩২৬টি আর মর্নিং শিফটে ৩২৪ টি, ইংরেজি ভার্সনে ডে শিফটে ৭০টি আর মর্নিং শিফটে ৭১ টি, ব্যবসায় শিক্ষায় মর্নিং আর ডে শিফটে ৫৫টি করে, মানবিকে মর্নিং শিফটে ৫৮ আর ডে শিফটে ৫৫টি আসন রয়েছে। এখানে বিজ্ঞান বিভাগে ওই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের জিপিএ-৪.৭৫ চাওয়া হয়েছে। আর অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৫.০০ চাওয়া হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ওই প্রতিষ্ঠান ও বাইরের জন্য জিপিএ-৪.৫০ চাওয়া হয়েছে। মানবিক বিভাগে প্রতিষ্ঠান ও বাইরের জন্য লাগবে জিপিএ-৪.২৫। 

নটর ডেম কলেজ কিভাবে ভর্তি হতে হয় কবে ফর্ম ছাড়বে
নটর ডেম কলেজে মোট আসন আছে মোট ৩ হাজার ২৭০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ১৮০০ আর ইংরেজি ভার্সনে ৩০০ টি, ব্যবসায় শিক্ষায় ৭৬০টি আর মানবিকে ৪১০টি আসন রয়েছে। এখানে ভর্তির আবেদন করতে বিজ্ঞানের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ), ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.০০ আর মানবিকে জিপিএ ৩.০০ লাগবে। এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। 


রাজধানীর  নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মে) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তিসংক্রান্ত সকল তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে (https://ndc.edu.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও নটর ডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।


Address

G. P. O. Box No. 5 Toyenbee Circular Rd, Dhaka 1000, Bangladesh

Email Address

notredamecollege@ndc.edu.bd
ndc.edu.bd

Phone Number

+88-02-41070712

এইচএসসি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।  নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই বলে এতে জানানো হয়েছে।

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন আছে ১ হাজার ১২০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ৫৬০টি ও ইংরেজি ভার্সনে ৮০ টি, ব্যবসায় শিক্ষায় ৩০০টি আর মানবিকে আসন রয়েছে ১৮০ টি। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৩.৮৩ আর মানবিকে লাগবে ৩.৫০। 

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৬০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ৪২০টি আর ইংরেজি ভার্সনে ৮০ টি, ব্যবসায় শিক্ষায় ১৭০টি আর মানবিকে আসন আছে ৯০ টি। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৩.৫ আর মানবিকে লাগবে ২.৫। বিজ্ঞানের ক্ষেত্রে এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। 

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আছে ২ হাজার ৪৮৫ টি। এর মধ্যে বিজ্ঞানে ছেলেদের ১১৫০টি আর মেয়েদের আছে ৫১০ টি, ব্যবসায় শিক্ষায় ছেলেদের ৩০০টি আর মেয়েদের ২২৫টি এবং মানবিকে ছেলে ও মেয়েদের ১৫০টি করে আসন রয়েছে। এখানে বিজ্ঞানে জিপিএ ৪.৭২ আর ব্যবসায় শিক্ষা ও মানবিকে লাগবে ৩.৫০। 

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
এ কলেজে মোট আসন আছে ২ হাজার ২০০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ১৪০০টি আর ইংরেজি ভার্সনে ২৮০ টি, ব্যবসায় শিক্ষার বাংলা মাধ্যমে ৩০০টি আর ইংরেজি ভার্সনে ১২০টি এবং মানবিকে আসন রয়েছে ১০০ টি। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, মানবিক আর ব্যবসায় শিক্ষায় লাগবে জিপিএ ৪.৭৫। 

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসন আছে ১ হাজার ১৬৫ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ৬৫০টি আর ইংরেজি ভার্সনে ৮৫ টি, ব্যবসায় শিক্ষায় ২৪০টি আর মানবিকে ১৯০টি আসন রয়েছে। এখানে ভর্তি হতে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৪.৫০ আর মানবিকে ৩.০০ লাগবে। 

সরকারি বিজ্ঞান কলেজ
সরকারি বিজ্ঞান কলেজে আসন আছে ১ হাজার ২৪৫ টি। এখানে ভর্তি হতে জিপিএ ৫.০০ চাওয়া হয়েছে। 

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা শাখা
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা শাখায় আসন আছে ১ হাজার ২২০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ৬০০টি আর ইংরেজি ভার্সনে ১২০ টি, ব্যবসায় শিক্ষায় ৩০০টি আর মানবিকে আছে ২০০টি আসন। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, মানবিকে ৩.৫০ আর ব্যবসায় শিক্ষায় ৪.২৫ পয়েন্ট লাগবে। কলেজটির জাহাঙ্গীর গেট শাখায় আসন আছে ১ হাজার ৯৩৫ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ৮৫০টি আর ইংরেজি ভার্সনে ১৪০ টি, ব্যবসায় শিক্ষার বাংলা মাধ্যমে ৫৫০টি আর ইংরেজি ভার্সনে ১২৫টি এবং মানবিকে আছে ২৭০টি আসন। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, মানবিকে ৩.০০ আর ব্যবসায় শিক্ষার বাংলা মাধ্যমে ৪.০০ ও ইংরেজি ভার্সনে ৩.৭৫ লাগবে।  

বাংলাদেশ নেভী কলেজ
বাংলাদেশ নেভী কলেজে আসন আছে ৯৫০ টি। এর মধ্যে বিজ্ঞানে ৪৪০ টি, ব্যবসায় শিক্ষায় ৩৯০টি ও মানবিকে ১২০ টি। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৪.০০ আর মানবিকে ৩.০০ চাওয়া হয়েছে। 

ঢাকা কলেজ
ঢাকা কলেজে আসন আছে ১ হাজার ২০০ টি। এর মধ্যে বিজ্ঞানে ৯০০ টি, ব্যবসায় শিক্ষায় ১৫০টি আর মানবিকে আসন আছে ১৫০ টি। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় ৪.৭৫ আর মানবিকে ৪.৫০ লাগবে। 

ঢাকা সিটি কলেজ
ঢাকা সিটি কলেজে আসন আছে ৩ হাজার ৭৬২ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ছেলেদের ১০০০ আর মেয়েদের ৬০০ টি, ইংরেজি ভার্সনে ছেলে আর মেয়েদের ১৫০টি করে। ব্যবসায় শিক্ষায় বাংলা মাধ্যমে ছেলে আর মেয়েদের ৭০০টি করে আর ইংরেজি ভার্সনে ছেলে আর মেয়েদের ১৫০টি করে। মানবিকে ছেলেদের ৮৭টি আর মেয়েদের ৭৫ টি। এখানে বিজ্ঞানের বাংলা মাধ্যমে জিপিএ ৫.০০ আর ইংরেজি ভার্সনে ৪.৭৫, মানবিক আর ব্যবসায় শিক্ষায় ৩.৫০ চাওয়া হয়েছে। 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
এ কলেজে আসন আছে ১ হাজার ৯৮০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ছেলেদের ৬৬০ টি, মেয়েদের ৪৪০টি আর ইংরেজি ভার্সনে যৌথ আসন আছে ১২০ টি; ব্যবসায় শিক্ষায় ছেলেদের ৩০০টি আর মেয়েদের ২৪০টি এবং মানবিকে ছেলেদের ১৮০টি আর মেয়েদের ১৬০টি আসন রয়েছে। এখানে বিজ্ঞানে বাংলা মাধ্যমে জিপিএ ৫.০০, ইংলিশ ভার্সনে ৪.৫০, মানবিক আর ব্যবসায় শিক্ষায় ৩.০০ লাগবে। 

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
রাজধানীর এ কলেজটিতে মোট আসন সংখ্যা ৬১০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ৩৭০টি আর ইংরেজি ভার্সনে ৮০ টি, ব্যবসায় শিক্ষা ও মানবিকে আছে ৮০টি করে আসন। এখানে বিজ্ঞানের বাংলা মাধ্যমে জিপিএ ৫.০০ আর ইংলিশ ভার্সনে ৪.৫০, ব্যবসায় শিক্ষায় ৪.০০ আর মানবিকে ৩.০০ চাওয়া হয়েছে। 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে আসন আছে ২ হাজার ২০টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ছেলে আর মেয়েদের ৫২০টি করে আর ইংরেজি ভার্সনে যৌথ আসন আছে ২৩০ টি; ব্যবসায় শিক্ষায় বাংলা মাধ্যমে ছেলে আর মেয়েদের ২০০টি করে আর ইংরেজি ভার্সনে আছে ১০০টি এবং মানবিকে ছেলে আর মেয়েদের ১২৫টি করে আসন রয়েছে। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, মানবিক আর ব্যবসায় শিক্ষায় ৩.০০ লাগবে। 

ন্যাশনাল আইডিয়াল কলেজ 
ন্যাশনাল আইডিয়াল কলেজে আসন আছে ১ হাজার ৫৫ টি। এর মধ্যে বিজ্ঞানে ৫২৫ টি, ব্যবসায় শিক্ষায় ৪৩০টি আর মানবিকে আসন আছে ১০০ টি। এখানে বিজ্ঞানে জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় জিপিএ ৩.৫০ আর মানবিকে লাগবে ২.৫। 

ঢাকা কমার্স কলেজ

ঢাকা কমার্স কলেজে আসন আছে ৪ হাজার ৭০০ টি। এর মধ্যে বিজ্ঞানের বাংলা মাধ্যমে ১৬০০টি আর ইংরেজি ভার্সনে ১০০ টি। ব্যবসায় শিক্ষায় বাংলা মাধ্যমে ২৯০০টি আর ইংরেজি ভার্সনে ১০০ টি। এখানে ব্যবসায় শিক্ষা ও মানবিকে জিপিএ ৩.৫০ আর বিজ্ঞানে লাগবে ৪.০০। 

✪ তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫, ফোনঃ ০২-৮১১৬০৬৬।

✪ আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
✪ আইডিয়াল কমার্স কলেজ, ৮৩, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা-১২০৫, ফোনঃ ০২-৯১১৫১৯২, ৯১৩৮৩৯৪, ৯১৩৭৩৭১।
✪ আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, ঢাকা- ১০০০, ফোনঃ ০২- ৯৩৩০১৭৭।
✪ নটরডেম কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০।
✪ রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, ফোনঃ ০২- ৮৯১২৭৮০।
✪ ঢাকা সিটি কলেজ রোড নং ২, ধানমন্ডি, ঢাকা-১২০৫, ফোনঃ ০২- ৮৬১০২৯৪।
✪ ঢাকা কমার্স কলেজ, চিড়িয়াখানা রোড, রাইনখোলা, মিরপুর, ঢাকা-১২১৬, ফোনঃ ০২-৮০১৫৬১০, ৮০২৩৩৩৮।
✪ মেট্রোপুলিশ ডিগ্রি কলেজ রহমতগঞ্জ, নওয়াবগঞ্জ, ঢাকা-১২১১, ফোনঃ ০২-৭৩১০০০১।
✪ সলিমুলাহ ডিগ্রি কলেজ, ৪০, টিপু সুলতান রোড, ওয়ারী, ঢাকা-১২০৩, ফোনঃ ০২-৭১২২২১০।
✪ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ১১৮ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭, ফোনঃ ০২-৯৩৩৯৩০৭।
✪ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোনঃ ০২-৮১১৮৮৩৪।
✪ মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ, মতিঝিল কলোনী, ঢাকা-১০০০।
✪ ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ ১/এ, বেইলী রোড, ঢাকা-১০০০, ফোনঃ ০২-৮৩১৯৮৩১।
✪ আবুজর গিফারি ইউনিভার্সিটি কলেজ, মালিবাগ বাজার রোড, মালিবাগ, ঢাকা।
✪ অগ্রণী স্কুল এন্ড কলেজ আজিমপুর, ঢাকা-১২০৫।
✪ আলহাজ্ব মকবুল হোসাইন কলেজ, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোনঃ +৮৮-০২-৮১১৬৩০৯।
✪ আল-হেরা কলেজ, ৫/২, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোনঃ +৮৮-০২-৯১৩২৫৬১।
✪ আরামবাগ গার্লস হাইস্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোনঃ +৮৮-০২-৭১০০৯৩১।
✪ আজিমপুর ওম্যান্স কলেজ আজিমপুর, ঢাকা-১২০৫, ফোনঃ +৮৮-০২-৫০৩০২৩।
✪ বাড্ডা কলেজ বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২।
✪ বেনাপোল ট্রিবল গ্রীনহার্ট কলেজ, প্লট-৪, ব্লক-এ, মেইন রোড-১, মিরপুর-১৩, ঢাকা-১২১৬, ফোনঃ +৮৮-০২-৮০২৪৬৩।
✪ বঙ্গবন্ধু হোমস ইকোনোমিক্স কলেজ, হাউজ-১৭, রোড- ৪, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫, ফোনঃ +৮৮-০২-৯৬৭২৭০০।
✪ বশির উদ্দিন আইডিয়াল হাই স্কুল এন্ড ওম্যান্স কলেজ, মিরপুর-১, ঢাকা-১২১৬, ফোনঃ +৮৮-০২-৯০০১৩৫৫।
✪ বেগম আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজ, নাজিমুদ্দিন রোড, ঢাকা-১১০০।
✪ বেগম ফজিলাতুন্নেছা ওম্যান্স কলেজ, ব্লক-এফ, এভিনিউ-২, সেকশন-২ ,মিরপুর, ঢাকা-১২১৬, ফোনঃ +৮৮-০২-৯০০৩৫৫৮।
✪ বিকল্প মডেল কলেজ, মেইন ক্যাম্পাস, ৮২/ খ, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। অফিসঃ ২৫/সি, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
✪ ঢাকা স্টেট কলেজ, ব্লক-ই, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
✪ ঢাকা ওমেন কলেজ, হাউজ- ৪, রোড- ২৬, সেক্টর- ৭, উত্তরা, ঢাকা-১২৩০, ফোনঃ +৮৮-০২-৮৯১৪৮৮৪।
✪ ডাঃ মালিকা কলেজ, রোড- ৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯, ফোনঃ +৮৮-০২-৮১১৮২৮৫।
✪ ডাঃ শহীদুলাহ কলেজ বকশীবাজার, ঢাকা-১১০০, ফোনঃ +৮৮-০২-৭৩০০৮৪৬।
✪ এডুকেশন বোর্ড ল্যাবরেটরী কলেজ, এডুকেশন বোর্ড স্ট্যাফ কোয়ার্টার, দারুসসালাম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬, ফোনঃ +৮৮-০২-৯০০৯৭৮৯।
✪ গুলশান কলেজ রোড-১, ব্লক-১, বনানী, ঢাকা -১২১৩, ফোনঃ +৮৮-০২-৮৮১১৪৫৬।
✪ গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ, রোড-৮৬, গুলশান- ২, ঢাকা- ১২১২।
✪ হাবিবুলাহ বাহার কলেজ, সার্কিট হাউজ রোড, শান্তিনগর, ঢাকা-১২০৩। ফোনঃ +৮৮-০২-৪০৮৯৫৭।
✪ হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ, সেক্টর- ৬, উত্তরা, ঢাকা-১২৩০, ফোনঃ +৮৮-০২-৮৯১৮৪৮০, ৮৯১৪৯৩৯, ৮৯১৪০৫১, ৮৯১৪০৩৯, ৮৯১৩৮৮২।
✪ নিউ মডেল ডিগ্রি কলেজ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা- ১২০৫, ফোনঃ ০২-৮১১৬১০০।
✪ নিকুঞ্জ মডেল কলেজ, হাউজ-১২, রোড-১/এ, নিকুঞ্জ-২, (খিলক্ষেত বাসস্ট্যান্ডেরপশ্চিমে), ঢাকা-১২২৯, ফোন: ০২-৮৯১৫৬৪৮।
✪ নদার্ন কলেজ বাংলাদেশ, ১/২ আসাদগেটরোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোনঃ +৮৮-০২-৯১৪২১২১, ৮১২৫১৬৮।
✪ পলবী কলেজ, প্লট-১/১, রোড-৫, সেকশন-৮, দুয়ারীপাড়া, পলবী, মিরপুর, ঢাকা-১২১৬, ফোনঃ ০২-৮০১১৭২৫।
✪ পারদানা কলেজ, প্লটঃ সিডব্লিউএস (বি)১৪, রোডের কর্ণারে ২৪ এবং ৩৩, গুলশান-১, ঢাকা-১২১২, ফোনঃ  ০২-৯৮৮৮০৮৮, ৯৮৮২৫৩৮।
✪ পাইওনিয়ার কলেজ, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, রোড- ৩, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
✪ পুরানা পল্টন গার্লস কলেজ ৩/৫,পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোনঃ +৮৮-০২-৯৫৫৩৯২৬।
 
 
✪ আর কে চৌধুরী কলেজ, সায়েদাবাদ, ঢাকা-১০০০, ফোন: ০২-৭৫১৪৮১৬।
✪ রাজধানী ওম্যান্স কলেজ, রোড- ২৩, রূপনগরআবাসিক এলাকা, পলবী, ঢাকা- ১২১৬,ফোন: ০২-৯০০১০৫২।
✪ রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজরামপুরা, ঢাকা- ১২১৭, ফোন:+৮৮-০২-৯৩৩৬৮৪১।
✪ সালেহা স্কুল এন্ড কলেজ নওয়াবগঞ্জ,ঢাকা- ১২১১, ফোন: +৮৮-০২-৫০২৯৭১।
✪ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলসপাবলিক স্কুল এন্ড কলেজ, (বিডিআর গেটনং-৫), পিলখানা, ঢাকা-১২১৬।
✪ সেন্ট্রাল ‘ল’ কলেজ ১৯৩ সৈয়দ শহীদনজরুল ইসলাম স্মরণী, বিজয়নগর, ঢাকা- ১২১৬।
✪ সিটি রয়েল কলেজ, ১৭/এ, মনিপুরিপাড়া,ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫, ফোন:+৮৮-০২-৯১৩৩৮৪৯।
✪ কলেজ ফর এডভান্স স্টাডিজ, ৩/১ এ, ব্লক-বি, লালমাটিয়া ঢাকা-১২০৭, ফোন:+৮৮-০২-৮১২৮৪৫৯।
✪ কলেজ অব ডেভেলপমেন্ট আল্টারনেটিভ(সিওডিএ), হাউজ- ৩০১, রোড- ১৪/এ,ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
✪ দনিয়া কলেজ, দনিয়া, ডেমরা, ঢাকা-১২৩৬,ফোন: ০২-২৪২৫৯১, ৯৩৪১৬৮৫।
✪ ঢাকা বয়েজ কলেজ, হাউজ- ২৮, রোড- ৫,সেক্টর-১০, উত্তরা, ঢাকা- ১২৩০, ফোন:+৮৮-০২-৯৩৪৮৬১৬।
✪ ঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ৩৪/১, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা- ১২৩০।
✪ ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ ৮৮২,শহীদবাগ, ঢাকা-১২১৭, ফোন:+৮৮-০২-৯৩৩২২০৮, ৯৩৫৭৪২৯।
✪ ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, ৩ নিউ ইস্কাটনরোড, মগবাজার, ঢাকা-১২১৭, ফোন:০২-৯৩৩২৭১৬।
✪ কল্যানপুর গার্লস স্কুল এন্ড কলেজ কল্যানপুর,মিরপুর, ঢাকা- ১২১৬, ফোন: ০২-৯০০২১১৩।
✪ কমলাপুর স্কুল এন্ড কলেজ ২০, মায়াকানন,কমলাপুর, ঢাকা- ১২১৪, ফোন: ০২-৭২০১৫০৫।
✪ খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ খিলগাঁও,ঢাকা-১২১৯, ফোন: +৮৮-০২-৭২১৪৬৪০।
✪ খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও, ঢাকা-১২১৯, ফোন: +৮৮-০২-৪০৪৩১৬।
✪ লালমাটিয়া হাউজিং সোসাইটি কলেজ,লালমাটিয়া (আড়ং এর বিপরীতে), ঢাকা-১২০৭, ফোন: ০২-৯১১৪৮৬৩।
✪ লালমাটিয়া মহিলা কলেজ লালমাটিয়া,ঢাকা- ১২০৭, ফোন: ০২-৯১৩৬৯৩২, ৮১১৬৯১৮।
✪ মহানগর ‘ল’ কলেজ, ২৭/৪, তোপখানা রোড,ঢাকা- ১০০০, ফোন: ০২-৯৫৬২৬০৩।
✪ মেহেরুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজ৫৪/১, নর্থ সার্কুলার রোড, আকলিমাবাগ,ধানমন্ডি, ঢাকা-১২০৫।
✪ মিরপুর কলেজ সেক্টর-২, মিরপুর, ঢাকা-১২১৬, ফোন: ০২-৮০১৪৮২৩।
✪ মির্জা আব্বাস ওম্যান্স ডিগ্রি কলেজশাহজাহানপুর, ঢাকা-১২১৭, ফোন:+৮৮-০২-৯৩৩০১৬৬।
✪ মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটিকলেজ, নূরজাহান রোড, মোহাম্মদপুর,ঢাকা-১২০৭, ফোন: +৮৮-০২-৯১১০৬১৪।
✪ শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিরপুর-১, মিরপুর, ঢাকা- ১২১৬, ফোন:+৮৮-০২-৯০০২৪২৬।
✪ শান্তিবাগ স্কুল এন্ড কলেজ শান্তিবাগ,ঢাকা- ১২১৭, ফোন: +৮৮-০২-৭২১০৯৮৬।
✪ শান্তিপুর কলেজ ২৯৬, দক্ষিণ গোড়ান,শান্তিপুর, ঢাকা-১২১৯।
✪ শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েটকলেজ, ৬২, নাজিম উদ্দিন রোড,ঢাকা-১১৮০, ফোন: +৮৮-০২-৭৩০০২০১,৭৩০০২০৪, ৭৩০০৪৯৯, ৭৩০০৫৩৬।
✪ শের-ই-বাংলা আদর্শ মহিলা কলেজ শের-ই-বাংলা নগর, ঢাকা।
✪ শের-ই-বাংলা গার্লস স্কুল এন্ড কলেজ, ২৯,হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা-১০০০,ফোন: +৮৮-০২-৯৫৫০৮০৯।
✪ শের-ই-বাংলা টি.টি. কলেজ সেকশন০১১/এ, ৩/১, মিরপুর, পলবী, ঢাকা, ফোন:+৮৮-০২-৮০১৬৫৯৭।
✪ সিদ্ধিশ্বরী ওম্যান্স কলেজ বেইলী রোড,ঢাকা- ১০০০, ফোন: +৮৮-০২-৮৩১৩৩১০।
✪ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, হাউজ ৩/এ,রোড- ২২, গুলশান-১, ঢাকা-১২১২, ফোন:+৮৮-০২-৯৮৯৫১৫৩।
✪ স্ট্যামফোর্ড কলেজ, হাউজ-৯/এ, রোড- ৩৬,ধানমন্ডি, ঢাকা-১২০৯, ফোন:+৮৮-০২-৯১১৬১০৮, ৮১১৯৯৫৬।
✪ টি এন্ড টি কলেজ মতিঝিল, ঢাকা- ১০০০,ফোন: ০২-৭১০১৮১০, ৯৩৩৩৪৪৪।
✪ ঢাকা ইম্পেরিয়াল কলেজ ২৮, মিরপুর রোড,ধানমন্ডি, ঢাকা- ১২০৫, ফোন: ০২-৮৬১০২৪৫,৯৬৭১৪৪৮।
✪ ঢাকা মডেল কলেজ, হাউজ-২৩, রোড- ৭,ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা- ১২০৫,ফোন: ০২-৯১১৩৭০৩।
✪ ঢাকা মহানগর ওম্যান্স কলেজ, লক্ষী বাজার,ঢাকা-১১০০, ফোন: ০২-৭১২০১১৭।
✪ ঢাকা ওরিয়েন্টাল কলেজ ফার্মগেট, ঢাকা- ১২১৫, ফোন: ০২-৯১৭৮৮৮।
✪ ঢাকা প্রেসিডেন্সি কলেজ, ২৭৯/এ,রোড-১৫, (নিউ ৮/এ), ধানমন্ডি, ঢাকা-১২০৭, ফোন: ০২-৯১১১৭৪৬।
✪ ঢাকা পাবলিক কলেজ ৭৩/এফ, গ্রীন রোড, ঢাকা- ১২০৫, ফোন: ০২-৯১৩৬৬২০, ৮১৩০৮২১।
✪ ঢাকা সাইন্স কলেজ, ৯০/বি, নিউ সার্কুলাররোড, সিদ্ধেশ্বরী, ঢাকা- ১২১৭, ফোন:+৮৮-০২-৯৬৬৮৭৭৫, ৯৩৫৩২১৬, ৯৩৫২৪৯৯।
✪ মোহাম্মদপুর মহিলা কলেজ, নূরজাহান রোড,মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোন:+৮৮-০২-৯১১৪৪৪২।
✪ মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস স্কুলএন্ড কলেজ, ৫১/১, ইকবাল রোড,মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফোন:+৮৮-০২-৯১৪৩৩৪, ৯১১২৬৬৩।
✪ ন্যাশনাল কলেজ হোম ইকোনোমিক্স,হাউজ নং-৯/৩, ব্লক-ডি, লালমাটিয়া,ঢাকা- ১২০৭, ফোন: +৮৮-০২-৮১২৫৩৭২(অফিস), ৮১২৭২৬০ (বাসা)।
✪ ন্যাশনাল কলেজ ৮০/৩, সিদ্ধেশ্বরীসার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
✪ ন্যাশনাল আইডিয়াল কলেজ, ইয়োলো-৭-৮, খিলগাঁও (তালতলা), ব্লক-সি, ঢাকা-১২১৯,ফোন: +৮৮-০২-৭২১৯৬৯০।
✪ তেজগাঁও মহিলা কলেজ ৭৬, পূর্ব তেজতুরীবাজার, ঢাকা- ১২১৫, ফোন:+৮৮-০২-৯১৩৭৮২৪।
✪ দি স্কলারস স্কুল এন্ড কলেজ, হাউজ-৫৯/এ,রোড-৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা,ঢাকা- ১২০৯, ফোন: +৮৮-০২-৯১২৪৬৬১।
✪ ইউনিভার্সিটি ওম্যান্স ফেডারেশনকলেজ, হাউজ-১৬ ও ১৬/১, রোড- ৬,ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা- ১২০৫,ফোন: ০২-৮৬১৩০৯২।
✪ উত্তরা টাউন কলেজ, ২৭/৫, সেক্টর-৭,উত্তরা মডেল টাউন, ঢাকা- ১২৩০, ফোন:০২-৮৯২২৫০৮।
✪ উইলস লিটল ফ্লাওয়ার হায়ারসেকেন্ডারী স্কুল, কাকরাইল, ঢাকা-১০০০, ফোন: ০২-৯৩৩১৮৫০।

Post a Comment

0 Comments