ads

Best Cancer Hospital in India 2021| ভারতে সেরা ক্যান্সার বিশেষজ্ঞ



Best Cancer Hospital in India 2021| ভারতে সেরা ক্যান্সার বিশেষজ্ঞ

ক্যান্সার একটি মারাত্মক রোগ। প্রতি বছর এ রোগে অনেক লোক মৃত্যুবরন করেন। বাংলাদেশ হলো দারিদ্র্য প্রধান দেশ। বাংলাদেশে বেশির ভাগ লোক হলো দারিদ্র্য যে কারনে তারা বাহিরের দেশে চিকিৎসার জন্য যেতে পারে না।

সব দেশে এই রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করে অন্য দেশে যায়, সেরা সেবার জন্য। কিন্তু, এখন বাংলাদেশে ক্যান্সারের উন্নত চিকিৎসা করা সম্ভব।

আগের দিনে ক্যান্সারের কোনো প্রকার চিকিসা ছিল না,যে কারনে মানুষ চিকিৎসার অভাবে মারা যেত।
এখন ক্যান্সারের উন্নত চিকিৎসা সম্ভব হয়েছে,যেটি বাংলাদেশে ও করা সম্ভব। তবে ক্যান্সারে আক্রান্ত বেশির ভাগ লোক ই মারা যায়, কিছু কিছু ভাল হয়। তবুও চিকিৎসার জন্য বাহিরে যেতে হয় না, আমাদের নিজ দেশে এটির চিকিৎসা করা সম্ভব।

আজকে আপনাদের জানাব, বাংলাদেশের কিছু ক্যান্সার হাসপাতাল সম্পর্কে, যেখানে উন্নত মানের চিকিৎসা করা হয়। এবং হাস

তালগুলোর সেবার মান সম্পর্কে জানাব।

কথা না বাড়িয়ে শুরু করা যাক, বাংলাদেশের সেরা ১০ টি ক্যান্সার এর হাসপাতাল গুলো সম্পর্কে বিস্তারিতঃ

১) Dhaka Cancer and General Hospital


এ হাসপাতালে রয়েছে কম খরচে উন্নতমানের ক্যান্সারের চিকিৎসা। আধুনিক পদ্ধতিতে সকল ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। এ হাসপাতালে আছে অভিজ্ঞ ডাক্তার ও নার্সের চিকিৎসা সেবা

হাসপাতালে যে সকল সুবিধা রয়েছেঃ

ক)টিউমার নির্ণয় এবং চিকিত্সা
খ)কেমোথেরাপি
গ)কেমোথেরাপি
খ) ক্যান্সার নির্ণয় ইত্যাদি।

যোগাযোগঃ

ঠিকানাঃ সাত মসজিদ রোড,ঢাকা ১২০৯।
মোবাইলঃ 01797619959

২) Square Hospital

বাংলাদেশের সেরা ক্যান্সার চিকিৎসার হাসপাতাল এর মধ্য এটি একটি সেরা হাসপাতাল। এখানে উন্নত মানের ডাক্তার এবং নার্স দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়।
এবং এখানে চিকিৎসার ধরনও ভিন্ন। তবে এ হাসপাতালে চিকিৎসা খরচ অনেক বেশি কিন্তু চিকিৎসা অনেক ভালো।

যে সকল সুবিধা রয়েছে এ হাসপাতালেঃ

ক)আধুনিক প্রযুক্তির সাথে ক্যান্সার সনাক্তকরণ।
খ)রেডিওথেরাপি।
গ) কেমোথেরাপি।

যোগাযোগঃ

বীর উত্তম কাজি নুরুজ্জামান সড়ক,পান্থপথ,ঢাকা ১২০৫।ফোনঃ 10616

৩) Labaid Cancer Hospital And Super Speciality Center

বাংলাদেশের মধ্য এটি একটি ক্যান্সার চিকিৎসার জন্য অনেক ভালো একটি হাসপাতাল। এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার শনাক্ত এবং চিকিৎসা প্রদান করা হয়।

যে সকল সুবিধা রয়েছে হাসপাতালেঃ

ক)নিউক্লিয়ার মেডিসিন
খ)রেডিওথেরাপি
গ)কেমোথেরাপি ও ওপিডি।

যোগাযোগঃ

গ্রীন রোড ঢাকা,১২০৫
ফোনঃ 09666-710001

৪) Parkway Cancer Center Dhaka

এখানেও আধুনিক পদ্ধতিতে ক্যান্সার সনাক্তকরণ এবং চিকিৎসা করা হয়। অনেক লোকজন এখানে ক্যান্সার চিকিৎসার জন্য আসে। উন্নত মানের ডাক্তার এবং অভিজ্ঞ নার্স সেখানে নিয়োজিত আছে।

হাসপাতালের যে সুবিধা রয়েছেঃ

ক)ক্যান্সার সার্জারি
খ) আধুনিক চিকিৎসা।
গ)ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা।

Post a Comment

0 Comments