ads

ফেসবুকে কেউ আপনাকে ‘আনফ্রেন্ড’ করলে যেভাবে জানতে পারবেন


বন্ধুত্ব তৈরির জনপ্রিয় মাধ্যম ফেসবুক । কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও বিরক্তি, ভোগান্তির কারণ হয়। এরকম হলে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। এরকমভাবে আপনিও ফেসবুকে কারও অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও কেউ আনফ্রেন্ড করে দিতে পারে। ফেসবুক কিন্তু এক্ষেত্রে কোনও নোটিফিকেশন পাঠায় না।
তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করলো, তা জানার উপায় কী? উপায় অতি সহজ।
এজন্য আপনাকে যা করতে হবে:
১. প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার খুলুন।
২. ক্রোমের ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
৩.ওপরের দিকে একেবারে বামে ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৪. পেজ-এর একেবারে নিচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’।
৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।
৭. এ বার ক্রোম ব্যবহার করে স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন।
৮. একেবারে ডান দিকের ওপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।
তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না।

Post a Comment

0 Comments